জীবন বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


81) টেকটেনো অ্যান্ডিজ কার বিজ্ঞানসমত নাম?
A) সেগুন
B) আখ
C) শাল
D) কার্পাস

82) ----- হল অ্যাস্কারিসের সাধারণ নাম?
A) গোলকৃমি
B) পিনওয়াম
C) কেঁচো
D) ফিতা কৃমি

83) কলেরার জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?
A) Vibrio vivax
B) Plasmodium vivax
C) Vibrio cholerae
D) Panthera tigris

84) টেরাটোমা কি--
A) স্নায়ু কোষের ক্যান্সার
B) ভুনা কলার ক্যান্সার
C) লসিকা বাহের ক্যান্সার
D) কোনোটিই নয়

85) অনাল গ্রন্থি কি নিঃসরণ করে ?
A) রক্ত
B) কলারস
C) হরমোন
D) উৎসেচক

86) ট্যাকটাইল রোম কোন প্রাণীদেহে অবস্থিত ?
A) জেলিফিস
B) পতঙ্গ
C) শামুক
D) প্লানেরিয়া

87) মানব দেহের বৃহত্তম কোষ কোনটি ?
A) স্নায়ুকোশ
B) অস্থিকোশ
C) প্রাণীকোশ
D) কোনোটিই নয়

88) বাসা বা আশ্রয় তৈরি করতে পারেনা নীচের কোন প্রাণী?
A) শকুন
B) গোল্ডেন ঈগল
C) বাদুড়
D) হাঁস

89) লিমাটোসিস্ট কোন প্রাণীর দেহে থাকে?
A) অ্যামিবা
B) ব্যাং
C) হাইড্রা
D) অসকারিস

90) খুব শুকনো ও ঠাণ্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে যে প্রোটিন থাকে তাকে কি বলে?
A) অ্যান্টিফ্রিজ
B) লেসিথিন
C) অ্যালবুমিন
D) মিউসিন

91) নিচের কোন গ্রন্থিটি একটি মিশ্রগ্রন্থি
A) লালগ্রন্থী
B) যকৃত
C) অগ্ন্যাশয়
D) কোনোটিই নয়

92) কে বলেন বাষ্পমোচন একটি অত্যন্ত প্রয়োজনীয় ক্ষতি --
A) কার্টিস
B) কেলভিন
C) হ্যানস ক্রেবস
D) ব্ল্যাক ম্যান

93) একটি বৃক্ষের বয়স নির্ধারণ করা যায়—
A) ওজোনের দ্বারা
B) উচ্চতার দ্বারা
C) অবস্থিত বর্ষবলয়ের দ্বারা
D) অনুপ্রবিষ্ট নূলের গভীরতার দ্বারা

94) একটি মানব শিশুর দেহগত বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি ?
A) পিটুইটারি
B) থাইমাস
C) থাইরয়েড
D) এগুলির একটিও নয়

95) নিচের দেয়া অঙ্গ গুলির মধ্যে কোনটি গ্লাইকোজেন কে গ্লুকোজে রূপান্তরিত করে--
A) যকৃৎ
B) কিডনি
C) ফুসফুস
D) প্লিহা

96) বিভাজন পরিলক্ষিত হয়--
A) জনন কোষে
B) দেহকোষে
C) অঙ্গ কোষে
D) কোনোটিই নয়

97) মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশে ?
A) হৃৎপিন্ড
B) মস্তিক
C) যকৃৎ
D) যৌন অঙ্গ

98) নীচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়?
A) ল্যাজ
B) নখ
C) চোখের তৃতীয় পর্দা
D) কোনোটিই নয়

99) নিম্নলিখিত কোন অঙ্গটি মানবদেহের অন্যান্য অঙ্গের কাজকর্মের সমন্বয় সাধন করে ?
A) হৃৎপিন্ড
B) যকৃৎ
C) মস্তিস্ক
D) বৃক্ক

100) গাছের যে অংশ সূর্যালোক পায়—
A) ক্লোরোপ্লাস্টিড
B) ক্রোমোপ্লাস্টিড
C) লিউকোপ্লাস্টিড
D) কোনোটিই নয়